আমার জন্ম হয় সিংগাইর থানা,
জামিত্তা ইউনিয়ন রামচন্দ্র পূর গ্রামে ১৯৬৬ সনে পাঁচই জুন তারিখে। আমার শিক্ষা জীবন
আমার প্রাইমারি স্কুল রামচন্দ্র পূর বাজনা শুর ফ্রি স্কুল
আমার হাই স্কুল জীবন সিংগাইর থানা,
জামিত্তা সত্যি গবিন্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমি মেট্রিক পাস করি ১৯৮৩ সনে এরপর আমি ভর্তি হই ঢাকা কলেজে৷ ১৯৮৫ সনে আমি ইন্টারমিডিয়েট এর পর ১৯৮৬ সনে দেশ ছারতে বাধ্য হই তার পর বিদেশে এসে ডিগ্রি করে লেখা পড়া এবং চাকরি জীবন এরপর ডানলোরি কমেনিটি কলেজ থেকে বুক কিপিং এবং হোটেল ম্যানেজমেন্ট মাষ্টারস করি।
বর্তমানে আমি আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব।
আমি যখন হাইস্কুলে তখন আমি সিংগাইর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলাম৷ ঢাকা কলেজে যুগ্ম সম্পাদক ছিলাম তখন বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি ছিলেন আব্দুল মান্নান সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর কবির নানক ভাই৷
১৯৮৬ সনে যখন দেশ ছারতে বাধ্য হলাম৷ মামলা হামলা এদিকে সামরিক শাসন ১৯৮৬ সনে আমি যখন দেশ ছারি তখন বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর৷ সাধারণ সম্পাদক ছিলেন মোঃ আব্দুর রহমান ভাই।